ধামরাই উপজেলা হেল্থ কমপ্লেক্সে হিজড়াদের জন্য পৃথক চিকিৎসা সেবার আশ্বাস
ধামরাই (ঢাকা ) প্রতিনিধি: সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও সুচিকিৎসার দাবিতে গতকাল বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে চিকিৎসকদের সাথে হিজড়াদের এক মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হিজড়াদের সংগঠণ ‘সুস্থ্যজীবন’ এ সভার আয়োজন করে। এসময় হিজড়া নেতৃবৃন্দ কমপ্লেক্সের চিকিৎসক ডা. নীহার বানু, ডা. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য চিকিৎসকদের উপস্থিতিতে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইফফাত আরার কাছে হিজড়াদের স্বাস্থ্যসেবা বিষয়ক সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। সংগঠণের সভানেত্রী পপি, সহ-সভানেত্রী পার্বতী, হিজড়ানেতৃ জোনাকী ‘সাদাকালো’ হিজরা উন্নয়ন সংগঠণের সভানেত্রী অনন্যা বণিক, সচেতন হিজড়া অধিকার সংঘের সাধারণ সম্পাদক এস. শ্রাবন্তীসহ অন্যান্য হিজড়ারা এসময় উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মেহেদী ইমামজান কায়সার। সভায় ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইফফাত আরা তাদের সমস্যার কথা শোনেন এবং তিনি বলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি রবিবার হিজড়াদের পৃথকভাবে চিকিৎসা সেবা দেয়া হবে। তবে জরুরী ক্ষেত্রে তারা সার্বক্ষণিক চিকিৎসা সেবা পাবেন। হিজড়াদের জন্য কমপ্লেক্সে পৃথক ওয়ার্ডেও ব্যবস্থা করা হবে তিনি উপস্থিত হিজড়া নেতৃবৃন্দকে আশান্বিত করেন।https://www.dailygazipuronline.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%aa%e0%a7%8d/?fbclid=IwAR1fZlfQVnk81s1Cuw9UaRxOaGP9fUg0z4PdqpiexACWZY0Or1E6_MvaBic